কি ওয়ার্ড কি ? কি ওয়ার্ড কতো প্রকার ও কি কি ?

 কি ওয়ার্ড কাকে বলে ,কতো প্রকার ও কি কি ? কি ওয়ার্ড রিসার্চ র গুরুত্ব ।                   


কি ওয়ার্ড হল এক ধরনের শব্দ বা শব্দ সমষ্টি যার মাধমে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে কোন তথ্য খুজার জন্য ব্যবহার করে থাকি । যেমন আমরা গুগল বা ইউটিউব বা অন্য কোন ওয়েব সাইট  এ কিছু জানার জন্য যে সকল বাক্য ব্যবহার করি তাই   কি ওয়ার্ড ।আর সহজ ভাবে বলতে গেলে একাধিক শব্দ র সমষ্টি যা আমাদের ইন্টারনেট থেকে তথ্য খুজে পেতে সাহায্য করে।  ।অনলাইন ইনকাম লিখে সার্চ দেই তাহলে এটি কি ওয়ার্ড। কি ওয়ার্ড অনেক কএক প্রকের হতে পারে ।ডিজিটাল মার্কেটিং এর জন্য কি  ওয়ার্ড অনেক গুরুত্ব পূর্ণ ।                                                            

কি ওয়ার্ড এর প্রকেরভেদ     

কি ওয়ার্ড এর নির্দিষ্ট কোন প্রকেরভেদ নাই ,তবে স্থান ,কাল পাত্র ভেদে কয়েক প্রকার  দেখা যাই ।আমরা কি ওয়ার্ড র দুই টি প্রকের ভেদ সম্পর্কে জানবো নিচে ।

১।শর্ট টেল কী ওয়ার্ড  বা SHORT TAIL KI WARD 

২।  লঙ টেল কী ওয়ার্ড   বা  LONG TAIL KI WARD   

শর্ট টেল কি ওয়ার্ড>      

সাধারণত একটি বা দুইটি শব্দ নিয়ে যে কী ওয়ার্ড সার্চ কড়া হয় তাকে সর্ট টেল কী ওয়ার্ড বলে । যেমন আমি বই নিয়ে জানতে চাচ্ছি টাই আমি সংক্ষেপে শুধু বই লিখে সার্চ দিবো ,তাই  বই এখানে সর্ট টেইল কী ওয়ার্ড। সর্ট টাইল কী ওয়ার্ড এ শব্দ গূলো কম হয়।  

লং টেল কী ওয়ার্ড,>         

সাধারণত তিন বা একাধিক শব্দ র সমষ্টি  কেই লং টেল কী ওয়ার্ড বলে। লং টেল ব্যাবহার করে যেকোনো ওয়েব সাইট এ সার্চ কড়া অনেক সহজ  হয় ।খুব তাড়াতাড়ি তথ্য খুঁজে পাওয়া যাই । আমরা লং টেইল কী ওয়ার্ড এ ব্যাবহার করবো ।   

কী ওয়ার্ড রিসার্চ র গুরুত্ব >    

একটি সঠিক তথ্য খুঁজে পাওয়ার জন্য  কী ওয়ার্ড রিসার্চ অনেক গুরুত্ব পূর্ণ ।আপনার ওয়েব সাইট কী শব্দ দিয়ে সার্চ হচ্ছে টা জানতে কী ওয়ার্ড রিসার্চ অনেক গুরুত্বপূর্ণ ।যা সার্চ ইঞ্জিন গুলকে  RANKING  সাহায্য করে ।এবং ওয়েব সাইট র সাথে সার্চ ইঞ্জিন এর সম্পর্কও বজাই রাখে ।   অনেক গুলো টুলস ব্যাবহার কোরে কী ওয়ার্ড রিসার্চ কড়া যাই ।যেমন      

*গুগল কী ওয়ার্ড প্লানের    

*গুগল সার্চ কনসোল   

*শলভে     ।  

কী ওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে  খুব সহজে একটি ওয়েব সাইট কে খুঁজে পাওয়া যাই ।ডিজিটাল মার্কেটিং  জন্য এই কাজ গুলো সঠিক ভাবে যানা অনেক জরুরী । ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বেড় করার জন্য আমাদের কী ওয়ার্ড সম্পর্কে জানতে হোবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url